প্রেয়সীর রঙ করা লাল ঠোঁটে হন্তদন্ত হয়ে
ভালোবাসা খুঁজে দিশেহারা হওয়া,
আর কতো?


তার চেয়ে বরং সেই ভালো -
এসো ধ্বংস হই!
ভেঙ্গে ভেঙ্গে পড়ি বৃষ্টির ফোঁটার মতো;
কালো মেঘের প্রতিটি অংশের
সমাপ্তি ঘটিয়ে ,
মৃন্ময়ের সমস্ত অহংকার চূর্ণ করে
এসো পড়ি ঝরে!


এসো বজ্র হয়ে হানি আঘাত
যত ভ্রষ্ট আচার ও সংলাপে,
চূর্ণ বিচূর্ণ করে দিই হিংসুক
বিবর্ণতা সমস্ত।
কূপমণ্ডূকতায় কতটুকুই বা বাঁচা যায় আর।
- অবতার!


এসো খণ্ড-বিখণ্ড হয়ে যাই কেঁচোর
মতো, ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকি পড়ে
আঁধারের কোন এক কোণে;
টুকরো টুকরো হয়ে যাই মিশে মৃত্তিকার সাথে!
অবলীলায়,
করি শোধ মাটির কাছে
আছে যত ঋণ।
- শঙ্কাহীন!


কিংবা এসো কোন বিষধর সর্প হই!
ক্রমাগত মিথ্যের খোলশ ফেলি খুলে,
আর প্রবল উন্মত্ততায় ছোবলে
ছোবলে বিষময় করে তুলি
-সমস্ত চরাচর।
এসো বর্বর!