হৃদয়ে দোলে আজো তোমার ঝুমকো
কানের দুল, রঙিন পাথর বসানো
ছোট্ট দুটি ফুল, ঝিকমিক করে
ঠিকরে পড়ে আলো হঠাৎ,
দিনের সমস্ত কাব্যচয়ন
আর হাজার রাতের স্বপ্ন ভ্রমণ
শুধুই ব্যর্থ মূকুল!


ঠোঁটের কোণে গড়িয়ে পড়া একটু হাসি
হৃদয় হরণ করা টোল
পড়ে কি একটুখানি?
মৃদুমন্দ বাতাসে কপালে ঝুঁকে
পড়া খানিক কালো কেশ
করে অপরুপ তেমনি!


দিনে শেষে আজো ফিরি ঘরে
যাযাবর -
হিয়ার পরে রাখি যন্ত্রণার ভার;
গৃহকোণে চড়ুই পাখির ডাক
তোমাকেই করিয়ে দেয় মনে
বারবার।
আসলেই বেদনা যার যার
কষ্টও -
শুধুই তার!