তোমার সমস্যার সর্বোচ্চ অগ্রাধিকার
প্রাপ্তিতেও অখুশি ছিলে
যখন তখন,
ডুবেছ মান অভিমানে
অকারণ,
ভেঙেছ মন
- হরদম।


সত্যি করে বলতো !
হয়েছে কি দূর?
তোমার সমস্যা যত!
মানসিক বিভ্রাট, মুঠোফোনের যন্ত্রণা
কিংবা বিরক্তিকর কথোপকথন,
আর অহেতুক ভয়!


আমার কান্নার সুর
তোমার আকাশ ছাড়িয়ে বহুদূর
মিলিয়ে যায়, হায়!
যতই কাছে টানুক
সমুদ্দুর; হৃদয়ে বাজে
সেই একই সুর।
- সুমধুর!


তাই তো, বারে বারে কর্ণকুহরে
ভেসে ভেসে আসে আজো,
কথামালা তোমার
বেলা অবেলায়।
“বোঝ না কেন?
আমার সমস্যা হয়!”