আঁধার কত জমেছে মনে
জান কি তা?
হৃদয় নিঃশেষিত হয়েছে
বিষময় শরাঘাতে,
বোঝ নি তাও।


তোমার উঠোনে সন্ধ্যা প্রদীপ
আঁধার করেছে দূর,
আলোকিত শুধুই তোমার
অন্তঃপুর; আর তমসাচ্ছন্ন
সারা ভুবন আমার !
চাঁদের রুপালি আলোও ম্লান হয়ে রয়
জোনাক পোকার মত;
তবুও তুমি নির্লিপ্ত ।


আমার যন্ত্রণার সাইরেন বেজে
ওঠে রোজ, আলসেমিতে কাটানো
দুপুর তোমার, সাথীর সাথে
মিষ্টি বিকেল
পায়না খোঁজ তার!


হৃদয় আঙিনায় যদিও মেঘের
আনাগোনা সাঁঝ আকাশে তবুও
সন্ধ্যাতারা তুমি;
ভেসে ওঠো
অবিরাম!


তাই তো ব্যথার সাগর দেব পাড়ি।
দেবে কি?