আজ এই অবেলায়
কোত্থেকে এক বাউন্ডুলে বাতাস এসে
ঝড়ের ঝাপটা দিয়ে যায়‚
পুলকিত মন যেন তীব্র দাবদাহে হিমেল বায়ুর পরশখানি
অঙ্গে ছোঁয়ায়‚
দিকভোলা পথিক তারি মায়াবী সুরে পথ
ভুলে ছুটে যায়-
কোন অজানায়।


চলে যায়‚
দূর দিগন্তের পথরেখা ধরে
ফিরে আসে আবার‚
তোমার বাড়ির সম্মুখে নিম গাছটির আগায়
শালিক আর ঘুঘুর ডাকে‚
কিংবা আঙিনা পেরিয়ে ছোট্ট ডোবায়
কানা বকের এক পায়ে দাঁড়িয়ে থাকায়;
তোমারি সৌন্দর্যের গান
ভাবনার মিষ্টতা বাতাসে ভেসে বেড়ায়!


এই বারতা-
দেশ থেকে দেশান্তরে‚
আর গ্রহ থেকে গ্রহান্তরে অনুরিত হয়
প্রতিটি ক্ষণ,
আর তাইতো
পিয়াসী মন ফিরে ফিরে আসে‚
তোমারি আঁচলের কোণে-
বারবার;
সব যন্ত্রণা আর সংশয় ভুলে
একই সাথে চলবে পথ আবার-
এই আশায়!