প্রভাতের দেখা মিলবেই
হোক না অন্ধকার যতই গাঢ়
পথগুলো যতই থাকুক অচেনা-অজানা,
সমস্যাগুলো দুমড়ে মুচড়ে দিক না
যতই তোমার আর
হৃদয় আমার!
কালো রাত শেষে স্বর্ণালি ভোরের
দেখা পাবোই।


যন্ত্রণার পেরেকগুলো যতই গেঁথে দাও
হাত পায়ে - কপালে আমার,
বাদ রেখো না কিছুই; ওষ্ঠ দুটিও ছুড়ে ফেলো
এক লহমায়,
তবুও এ আঘাত সইবো নিরন্তর!
জেনে রেখো, বিষণ্ণ মরুভূমির
পরেই রয়েছে উচ্ছ্বল সমুদ্দুর।


আমার কান্নার সুর মেঘ হয়ে ঢেকে রয়
সমস্ত আকাশ,
আকাশের নীল কোন সুদূরে হারিয়ে
যায়। তবু কালো মেঘের পেছনেই সূর্য
দেয়  উঁকি, আর দেবেই তো-
নদী যেমন বয়ে যায়
শত বাধাতেও একমনে
- তেমনি!


আচ্ছা, পথচলা থামিয়ে পথিক কি কখনো বাঁচে?