হে প্রিয় অনাগত প্রজন্ম!
আমরা তোমাদের জন্য
এমন একটা পৃথিবী রেখে যাবো
যেখানে থাকবে না খেলার মাঠ
সবুজ বনানী।
থাকবে না পালতোলা নৌকা,
শাপলা ছাওয়া দীঘি,মিঠা নদীর জল
বাতাসে থাকবে না অক্সিজেন
জমিতে নির্ভেজাল ফসল।
শিক্ষিত থাকবে, শিক্ষা থাকবে,
কেউ বইবে না তার আলো,
বয়ে আনবে না কল্যাণ।
থাকবে না জ্ঞানীর কদর
শিশুদের জন্য স্নেহ মমতা
আর বয়োজ্যেষ্ঠর সম্মান ।
থাকবে না নেশা হীন যুবক
বদলাবে না রক্তচোষা নেতাদের স্বভাব,
অগণিত মানুষের হবে সমাগম
তবুও থাকবে মনুষ্যত্বের অভাব।
এই সুন্দর পৃথিবী আমরা
নরক বানিয়ে রেখে যাবো,
পদচিহ্ন থাকবে জমা।
ঘৃণা ভরে ভর্ৎসনা দিও,
এই অনাচার, এই নির্লিপ্ততা
কোনদিন ও করো না ক্ষমা ।