কতদিন আর ঘোরের ভেতরে থাকা যায়
বাড়ির উঠোনে কতদিন নিত্য বারান্দায়

পাহাড় খুঁজছি  আর নিস্তব্ধতার নির্মল ঝিল
কতদিন  একইভাবে চলতে পারে গোঁজামিল


কতকাল বহু প্রচারিত অদৃশ্য কোরোনাকাল
আমাদের ফেলে আসা শরতের স্নিগ্ধ সকাল


দাবদাহ থেকে বাদলার শেষে এই ঘন শীতে
কতদিন আঁকড়ে পড়ে থাকবো মাটি ভিটে


এতটুকুও কি বেরোতে নেই ভ্রমণবিলাসে
এরকম তো কত মৃত্যু দূত প্রত্যহ আসে        


এরকম তো আমি কতবার মনে মনে মরি
কখনো কি মনটাকে খুঁটিতে বাঁধতে পারি


যদিও জানি মহামারী নেহাতই ক্ষণস্থায়ী
তবুও আমার ভাই নিজভূমে হল পরিযায়ী


এখন বুঝতে পারি নিজের বলতে কিছু নেই
নিজেকে নিয়েই হয়ত বাঁচতে চায় সকলেই


এক্ষুণি মনে হয় বিদ্রোহ ঘোষণা হোক
ভেঙে যাক কণ্টকময় কোভিড গোলক


আবারও দেব ডুব  সোম-সাগরের জলে
ফুল ক'টা গুঁজে দেব সখীটির বেণী চুলে  


আবারও বসন্ত বনে বিহগীর কুহুতান
মুখোশটা খুলে গাহি আজাদীর জয়গান ।  


৩০/১০/২০২০  ৯:৩০ রাত্রি


*** এই কোরোনার আবহে সকলেই যখন ঘর বন্দি , সকলেই যখন কিছু কিছু লিখছে আমার ও মনে হল তাই লিখলাম ।