মূর্তি নদীর ধারে একবার তোমাকে ছুঁয়েছিলাম     জল
আমার সমস্ত জিজীবিষা   নীল হয়েছিল
তোমার রুপালি দেহের ভেতরে


কয়েকটা শ্যাওলাক্ত নুড়িপাথর আমায় দেখছে
অথচ, পৃথিবীর  প্রেমাতুর চোখে
বিষাক্ত ইচ্ছেগুলো প্রতিদিন জন্ম নেয়


কোথায় যায় !


পরতে পরতে জমতে থাকে     হয়তো...


আমি ভেজা কবিতা লিখি    জলে
একটা একটা করে ভাসে  
তুমি পড়োনা, কালোমেঘের ছায়ায় ঝাপসা লাগে


ভালো করে দ্যাখো    
আমি কিন্তু তোমার ভেতরেই থাকি
জল,  তোমার ভেতরে যে প্রাণবায়ূ     সেটাই আমি
জমাট বাঁধা কবিতাগুলো     আমার হৃৎপিণ্ডের শব্দধ্বনি ।