অসামান্য দুটো গাছ ছায়া দেয়,
ছায়া দেয় গভীর    আমার উঠোনে
যুগ থেকে যুগান্তর
               নিরন্তর
আমার উঠোনে,


আমার বেড়েওঠা    খেলাধুলা
            হামাগুড়ি  হাঁটাচলা
আমার হৃৎপিণ্ড গঠন
অথবা জন্মেরও বহু আগে থেকে
দুটো গাছ আর,
আমার ছায়াবৃত উঠোন।


বয়সজনিত কারণেই
ফুল নেই,
     ফল নেই
রুগ্ন-রুক্ষ ডালে
পাখিদের কোলাহল নেই
তবুও ছায়া দেয়
     বৃদ্ধ দুটি গাছ ...


বার্ধক্য বড়ই জ্বালা-


আমার দিনরাত কালঘাম ছুটোছুটি
শত চেষ্টা করেও যত্নে থাকে ত্রুটি
বৃদ্ধদের পাতেই পড়ে যত অবহেলা
পরিচর্যাও করতে পারিনা দুইবেলা
আমিও তো জড়িয়ে পড়েছি সংসারে
আমারও দায় অল্প অল্প করে বাড়ে ।  


তবুও দুটি গাছ
আমার জীবনে ছায়া দেয় ।


© কমল নুহিয়াল ৩০/০১/২০১৯  সময়ঃ ২০:৪০