তুমি চাঁদটাকে দেখো
          একবার দেখো  পানসি
সমুদ্রের জলে আকাশ      অঘ্রান মাস ...
  
           তোমাকে পোড়াতে পারবেনা    অনুরাগ
তবু হতভাগা ফেরোমন    মস্তিষ্কেই লাগে  
নিশ্চিত আমার ভেতরে জাগে        
             নবান্নের ব্রীহি     পোড়া গন্ধ    মিহি
বিস্মৃত ভালোলাগা   আদর পরাগ
                   অকুন্ঠ ভালোবাসার    গন্ধবার্তা !


গোলকের ব্যথা ঘিরে    শান্ত আকাশ ।



০৬/১১/২০২০   বিকেল ৪:০০


শব্দার্থ :
ফেরোমন / Pheromone : ফেরোমন হচ্ছে রাসায়নিক পদার্থ যা স্বতন্ত্রভাবে শরীরের বাইরে ক্ষরিত হয় এবং হরমোনের মত আচরণ করে যা কোন প্রজাতির  মহিলা পোকা কর্তৃক নি:সৃত হয় একই প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কাজে আকৃষ্ট করে। এককথায় গন্ধবার্তা ।


ব্রীহি : [বিশেষ্য পদ] আশুধান্য, আউশধান।,