তোমার কণ্ঠস্বর ভাসুক বাতাসে    যেমন কোকিল
নূপুরের রিনিঝিনি ভেঙে দিক নিখুঁত সকাল
ঠোঁটদুটি নরম      গোলাপের দল
নিঃশ্বাসে জাসমিন    গন্ধ প্রবল
তুমি ছুঁয়ে থাকো     ছেয়ে থাকো অনন্তকাল…


আমি ভয়ংকর এক অস্পৃশ্য চণ্ডাল-


বিকট শব্দ করে ফিরে গেছে   যত কুহূতান
রোদগুলি পাতায় পাতায় বিবশ
আদিম ঠোঁটে কালশিটে    বাদামী গোলাপের রস
একঢিবি পোড়া লাশের   ভস্ম-গন্ধ গায়ে
আমি ভালবাসাহীন অনন্ত এক ভুখা চণ্ডাল।


                            বাঁচতে হয় তাই বাঁচি
নিয়ম করেই চিতার আগুনে প্রদীপ জ্বেলে রাখি
নিষেধের জাল কেটে একবার যদি আসো
যদি দুদণ্ড ভালোবাসো, দেখবে কত উজ্জ্বল
আমার পরশে আকাশটাও লাল হয়ে আছে।