অনেকগুলো বসন্ত পেরিয়ে এলাম
ঝড়াপাতার দিনগুলো আর মনেও পড়েনা....
মনে পড়েনা       কখন সবুজ থেকে হলুদ আর
বাদামি হলাম  


শুকিয়ে গেলে আবার নাকি মাটিতেই মিশে যেতে হয়


যে গাছে ছিল ফুল ও ফলের সহবত
পাখিদের কোলাহল    উষ্ণ আঁতুড়ের নিখুঁত গন্ধ
প্রবল ঝড়ের পর  আনন্দ বৃষ্টিস্নান
আপাতত  তার তলাটাই ঠিকানা


একদিন চলে যেতে হয়
                        সবকিছু ছেড়ে
উদ্দেশ্যহীন বেঁচে থাকার    মোহ-বেষ্টনী ভেঙে
একদিন মাটি     হতেই হয়


" আমি তোমাকে ভালোবাসি "


মাত্র তিনটি শব্দের মধ্যেই
লুকিয়ে ছিল যে বাঁচার রসদ
তিনটি শব্দ বলতেই যেন কষ্টটা বেশি


এবার তাহলে আসি...