একশো তে একশো কোনোদিন হয়নি
আমার হয়না,
যতবার চেষ্টা করি        সাপলুডু
জীবন আমাকে আবার শূন্যেই নিয়ে আসে ...


ধাপের ওপর ধাপ বসিয়ে
ওপরের দিকে পা ফেলতেই
পৃথিবীটা যেন উল্টে যায়      হায় !
আমার চাঁদেই যেন গ্রহণ লাগে বার বার -


যতবার নদীর মতো জড়িয়ে ধরতে চেয়েছি
সারা গায়ে মেখেছি জল
আমার উষ্ণতা একশো        
              শরীরগত জল বাস্প
আমার নদী  শুন্যেই ভেসে যায়  


আসলে, সাপ    সিঁড়ি    নদী     এরা কেউ
একশো চেষ্টা করেও একশো হয়নি  
আমাকে চাঁদ ছুঁতে দেয়নি আল্হাদে  
দিয়েছে সুবিশাল  শূন্যতা  আর চাঁদরূপী গর্ভগৃহ ।  



১৬/১১/২০২০   সময় : দুপুর  ৩ঃ০০