যাবো কেন ……


সতেরোর তরুণ কণ্ঠস্বর
নির্ভীক –
বন্দে-এ-এ-এ-এ-এ মা-আ-আ-তরম


ইনকিলাবের লাল ধুলো ক্ষীণ হয় পশ্চিমে ।


বিজয়ীর পতাকায় তখন শুধুই তিনটি মন্ত্র
শিক্ষার প্রগতি, সঙ্ঘবদ্ধ জীবন ও দেশপ্রেম ।


ভ্রান্তভাষা শিক্ষানীতি মানছিনা মানবনা..
পাস-ফেল চালু করতে হবে… করতে হবে… করতে হবে…


কালে কালে বিবর্ণ হল লাল ।
আশির সহযোদ্ধারা পান করলেন ক্ষমতা….
এখন ক্ষমতার উৎসব , উৎসবের ক্ষমতা


সতেরোর তারুণ্যে পাক ধরেছে
   কলেজ মাঠের কচি ঘাসে কানপাতি
সমাধির ভেতর থেকে লাল দুর্নীতির অঙ্কুর
                      এখন মহীরুহ ।


তাই ভাবি , যাবো কেন ?