দেয়ালের ঘড়িটা একবার তাকাল,
মাঝেমাঝেই তাকায়     আমার অবজ্ঞায়
ভাবছে, আমি বোধহয় অনুবাদ করবো     সময়


আমি সময়কেই বললাম,   দাঁড়াতে পারনা!


ফিরে নিয়ে যেতে পারনা তিস্তার বিস্তীর্ণ বেলায়
    তার উদ্বেল যৌবনের উড়নি বাতাস
                শিশুকাঠে   নৌকাবিলাস
ভেজা বালুচর     অচর  
       যখন,  শব্দেরা নেমেছিল নদীজলে…


স্মৃতির পাতায় মরচে ধরেছে ঠিক
তবে, প্রেমের মুহূর্তগুলো এখনো  রোদমাখে তিস্তাপাড়ে
এখনো খেলার ছলে  তার কুসুমগন্ধ
                   সন তারিখ মুহূর্ত     বিমূর্ত  
        
শুধু শুধুই ঘড়ির কাঁটায় বয়স বাড়ে ।