উঠোনজুড়েই পাখিদের সমাগম
ঘুঘু পায়রা চড়ুই শালিক
        যেন তারাই ব্রহ্মের মালিক
কিছু ঝগড়ুটে ছাতারেও আসে
আমি ভেতরে ভেতরেই কেঁপে উঠি     ত্রাসে  
কত কথাই তো পেটের ভেতরে আছে
কত কথা বলে যায়     নিঃশ্বাসে…


আমি শুনি, না চাইলেও শুনতে হয়
কর্ণকুহরের একঢিবি আবর্জনা ঠেলে
বুকের ভেতর ঢোকে শব্দ-স্রোত
সুখের দিনগুলি ঝরা পাতার মতন উঠোনে মাখে রোদ…


স্বভাব দোষেই ছাতারেরা কাকাতুয়া টিয়া অথবা ময়না
হয়না ; কিছু কিছু ঘুঘু'ই চালাক       সমাজ
দূরে থাক শালিকের কিচিরমিচির কোলাজ  


আপাততঃ পায়রার মত বকম বকম কবিতা লিখি
     অথবা চনমনে চড়ুই এ-ডাল ওই ডালে
               কর্ণকুহর চাপা থাক তর্জনী আঙুলে…  



*** আজকাল ফেসবুকে একটি নতুন ব্যবস্থা চালু হয়েছে । ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে “সাহিত্য গ্রুপ”। আমার এই কবিতায় বর্তমান চিত্রটাকে তুলে ধরার চেষ্টা করেছি।