ঝড়ের গতিবেগ বেড়ে গেছে
   কদম গাছের ওই ডালে
আমাদের বাসায়
    আছড়ে পরে মাঝেমাঝেই,
আগলে রাখি প্রাণপণ
তোর চঞ্চুতে আনা খড়কুটো
তোর সাধ, তোর স্বপ্নের ছাদ
       ধরে থাকি সারাক্ষণ ।


আমার হাতদুটো শক্তিহীন
বয়সজনিত ব্যয়-ভারে
অনিয়মতায় ও অনাহারে
   অস্থিগুলোর নিস্বন
   হৃৎপিণ্ডের সুউচ্চ কম্পন
গভীর থেকে গভীরতর হয় ঝড়।।


এখন প্রহর গুনি
ঝড়ের পদচাপে মৃত্যু-ঘণ্টা শুনি
হলুদ হয়ে ছেড়ে যাওয়া পাতাগুলির
নিয়তই দুরত্ব বাড়ে
চুপিসারে,
   হয়তোবা ঝড়ের সঙ্গি হব
   ছেড়ে যাব তোর স্বপ্ন-বাসা।        


© কমল নুহিয়াল ২৬/০১/২০১৯  সময়ঃ ১৭:১৭