সততা এখন লোভের আগুনে ছাই
নীরব কোথাও ক্ষুধার রাত্রিবাস
ধ্বনি কার ফিরে আকাশ-শূন্যতায়
দহন জ্বালায় কোমল মেঘেরা কাঁদে ।


কোথাও একটা মৃত্যু জেগেছে আজ
নাভিমূলে ওঠে তাজা রক্তের ঘ্রাণ
বিলাপে মলিন যত মঞ্জুল ফুল
কোথাও কাঁদছে আবার জ্যোৎস্নারাত ।


অভিশঙ্কায় চমকে উঠছে আলো
মেকিরা আবার রাতের কপাট ভাঙে
কালিমা কোথাও পৃথিবীর বুক ঢাকে
সততা গভীর চির নিদ্রায় যায় ।


__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@