যত্ন করে রাখা আমার কাঁচের মনটাকে  
একটা ঠিকানা দিলাম
একটু কষ্ট হলেও      তুমি সামলে রাখবে জানি


তোমার সোনার কঙ্কনের শব্দে হয়তো
টুকরো টুকরো হয়ে যেতেও পারে
তাই বলে , আমার ঠুনকো মনের জন্য
তুমি কি একটুও ব্যাথা পাবে না !


অনেক যত্ন করে আমার ভালোবাসার স্মৃতিগুলো
কাঁচের মতো সাজিয়ে রেখেছি কাঁচের ভেতরে
অনিচ্ছা সত্বেও একটু চোখে চোখে রাখার  
দয়া যে তোমার হবেই -


আমি ঠিক চেয়ে নেবো যেদিন দেখা হবে
অপূর্ব সেই স্বর্গের বাগানে
আমি জানি তাঁর ইচ্ছেতেই একদিন
পৃথিবীটাও  ধ্বংস হবেই।  


-কমল নুহিয়াল