মৃত্যুর পরোয়ানা হাতে যমদূত
শকুন সর্বভুক
ঘুরপাক খায় আকাশে।


আমারও শৈশব ছিল
মায়ের কোলে মাথা রেখে নিদ্রাগান,
পুতুল আর খেলাঘর।


আমারও ছিল যৌবন
উদ্ধত বুকের সুবাতে ব্যপ্ত আকাশ
তুষার ঘেরা স্বপ্ন আর
দুই হাতে জলোচ্ছ্বাস।


পাখির ডাকে ভাঙতো মৌনতা
রক্তহিম বাতাসে আবেগ উষ্ণতা ,
এখন মৌলবাদ সৈনিক
তুষারবনে বন্দুক অহরহ।


এখনও আছে প্রেম-আকর্ষণ
রূপ-যৌবন ,
আমি কাশ্মীর শান্ত প্রবর
উত্তীর্ণ হবই জীবন যুদ্ধে ।


__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি