কৃষ্ণচূড়া,  সে কি এসেছিল?
সে কি জানতে চেয়েছিল আমার কথা!


তুমি কি তাকে বলে দিয়েছ     আমি অশরীরী
শুধুশুধু আসি  
বছর কাটাই অপেক্ষায় –


জানি, তুমি বলবে না,
তুমি তার কথা আমাকেও বলনা ।


আমি ঠিক টের পাই,  
প্রাচীন আতর তোমার বাকলে এখনো লেগে আছে
তোমার পল্লবে পল্লবে রক্তলাল ঠোঁট-ছোঁয়া !  


কৃষ্ণচূড়া, তোমার লজ্জালাল গালে
একটা চুম্বন না হয় আমার জন্য নিয়ে রেখো
একদিন আমিও লাল হব তোমার মতন…