পৃথিবীটা চালিয়ে নিয়ে যাচ্ছে একদল  নেশাখোর
আফিমের নেশায়   দিন কাটে
কাটমানি আর   বিকল্প ভাণ্ডার
দুয়ারে দাঁড়িয়ে কড়া নাড়ে অলক্ষ্মী
ঠেলে ঠেলে কোথায় নিয়ে যাও সাথী
কেন এত আয়োজন  বিভিন্নতায় খয়রাতি
ভুখাদের মিছিলে ছিটিয়ে দিচ্ছ  পাঁচফোড়ন সবুজ
বেকারত্বের জ্বালায় জ্বলা পেট
ভাত চায়;  তোমাদের বিলিতি চাল
সময়ের ব্যবধানে নির্ঘাত হবেই বেসামাল
যেদিন ফুরিয়ে যাবে আফিমের গোলা
ন্যাংটোগুলোর  কাপড় ছিঁড়ে খাবে ভুখ-সন্ত্রাসে
সেইদিন তোমার সামনে ফুটো-ঝোলা  হাতে
শাসন করেছ যাদের ক্ষমতার খয়রাতে
দাঁড়িয়ে বলবে ঠিক - কাজ দাও
ছেলেপিলেগুলোর মৃত্যু-মিছিলে আগুনের কাঠ দাও
কানে বাজতেও পারে অভুক্ত কঙ্কালের কর্কশ-স্বর
সেইদিন তোমার পেছনে ছোটা যত আফিমখোর
ছুঁড়ে-ছিঁড়ে ফেলতেই পারে,
পান করেনিতে পারে আস্ত এক বঙ্গোপসাগর ।