একটা চাঁদের মতই আমার        যাপন
একঝাঁক যুদ্ধংদেহী  ন-ক্ষত্র  চারপাশে
কখনো ছোট আবার কখনো বড় হচ্ছে      দেহ
বিষয় এবং অবিষয়ের বৃত্তে
আমাকে জড়িয়েছে না-এর নাগপাশ ।


কক্ষপথজুড়ে পেখম মেলে আছে    বাবলা
    রক্তমাখা পা     হোঁচট খাচ্ছে বারেবারে
শ্বাসপ্রশ্বাস আটকে রাখে     উত্তাপ
আমাকে ঘিরে আছে “না” এর ঔজ্জ্বল্য
নিষেধ শেকলে বন্দি মানবিক আচার ও উপাচার
তবুও আছি,
শুধু ছায়াটাকে ছোট বড় করে
মায়াবৃক্ষ ধরে     ঘুরপাক জীবন…