যে পাখিটা শিস দিয়ে তুলেছিল      অধিকারে
সে জানে ঘুম ভাঙানোর অটুট মন্ত্র
আমি মাটি ফুঁড়ে সুর্যটাকেও জেগে উঠতে দেখেছি
পাখির শিসে  কমলা হয়েছে
কাঞ্চনজঙ্ঘা  কতদিন
  
আমি নদীকেই বললাম
কেন আসো , কেন আছড়ে পড়'     এই বুকে
যত্নলালিত বালিয়াড়ি
কেন সিঞ্চিত হয় অনুরাগে      বারবার
কেন ইচ্ছেরা জাগে


অধিকার দিয়েছি বলেই হয়তো তোমার
স্বপ্নের ভেতরে আসা যাওয়া
অধিকারী     তাই মনের গভীরে একলা পাওয়া


আমি প্রজাপতিকেই বলি
একটু রং দেবে     পাখনা থেকে
লাল নীল সবুজ
       হলদে আঁচলে ঢাকা মাঠ
              তোমার আদিম ঠোঁটের বাদামি


আসলে , স্বপ্নগুলো আমার অধিকারে নেই...