সূক্ষ্ম একটা পার্থক্য নিয়েই
              পদার্থের ভর ও ভার  
        
আমি ঠিক টের পাই মনের ভেতরে অপরিবর্তিত হৃৎ
   অণু পরমাণু
         এবং তাদের  ভর ।


দুটি ব্যঞ্জনবর্ণের মাঝখান দিয়ে বয়ে গেছে  
        একটা সরলরেখা        স্বরবর্ণ নদী  


মনের বাইরেও পিন্ড আছে
একাধিক গল্প নিয়ে বেঁচে থাকে
                   পরিবর্তনশীল গল্পনদী  


নদীর অভিকর্ষে
পিন্ডটার ওজনও বদলে যাচ্ছে নিরন্তর
আজকাল বুঝতে পারি  
ভারাক্রান্ত  বুকের ওপরে দাঁড়িয়ে রয়েছে পিরামিড ....