তোমার শেকড় গন্ধ আমি চিনি
তোমাকে ছুঁয়েও দেখেছি নরম পলাশ
চোখ বন্ধ করে বলে দিতে পারি    
এক পেয়ালা গভীর মখমলে
তুমি হৃদয় নিংড়ানো রক্ত-নির্যাস।


ঘুঙরুর শব্দে বাতাসের রিনিঝিনি
চোখের পাতায় জোনাকির আলো জ্বলে
ভেবেছি, হয়তো আমিই প্রথম নাগর
নেশায় মেশাই আলতা সিঁদুর টিপ
তুমি নির্মম আগুন জ্বালাও জলে।


ফাল্গুনে তুমি বুনো আগুনের ঢেউ
উষ্ণ যেমন পূর্ণ গাভিন মাস
আমার মালায় হাজার রঙের বাহার
তুমি তবে সেই একরোখা রঙ লাল
শরীরে তোমার আমারই রক্ত-নির্যাস ।