আমি অঙ্গীকারের ফুল
    রজনী জুঁই কেতকী    আরো কতকি,    
                            ফুটে ওঠা ঘর ঘিরে-  


আমি  প্রজাপতি গড়ানো রঙ   পাপড়ি
              ছুঁয়েও দেখেছি মনের     নদী চরে


আমি চিৎকার শুনি কত রাত
         বৃন্তহীনার      তীব্র আর্তনাদে
   নিশ্চুপে শুয়ে থাকা ঘর         অশ্রু  ঝরে ...      


আমি মনের ভেতরে মন
        জল দেখেছি  মেঘমেদুর
                         নাগরী'র বুক চিরে


আমি ফুল দেখেছি ঘরের       একক অন্ধকারে !


০৩/১১/২০২০    রাত্রি ৮:০০