আমাদের পিঠ মাঝেমাঝেই দেয়ালে ঠেকে যায়
ইচ্ছাকৃত কিম্বা অনিচ্ছাকৃত ভাবেই
আমরা পেছনে অদৃশ্য
একটা দেওয়াল গড়ে তুলি,
এই দেওয়াল তৈরিতে
ইট বালি সিমেন্ট নয়
শুধু চাপ থাকলেই হয়।


প্রতিটি চাপের রঙ থাকে
রঙই মনকে পৃথক রাখে।


তোমার পিঠ ঠেকানো হলদে দেওয়াল
ঈর্ষার কারণ হতেই পারে-
তোমার আনন্দ   তোমার ভরসা  
আত্মজ্ঞানের বিচ্ছুরণ
হলুদের উজ্জ্বলতায়
তোমার অফুরান প্রাণশক্তি ...


আমারও একটা দেয়াল গড়ে উঠেছে
আমার ক্ষীণ দৃষ্টির কারণে
রঙ চিনতে পারিনা-
তবে, ভয় বিষাদ আর বেদনায়
তুমি হয়তো দেখতে পারবে
আমার দেওয়ালের রঙটা
নিকষ কালো হয়ে গেছে...


© কমল নুহিয়াল ২৫/০১/২০১৯  সময়ঃ ২১:৪৪