তোকে কি করে বোঝাই বলতো, ময়না –
জীবনের প্রতিটা দিন
ঝলমলে আকাশ
তারাখচিত প্রতিটি রাত
এরকম হয়না।
কখনোই সবদিন এক যায়না...


যে ডালে আমাদের কোটর আছে
সেখানে যেমন ঝড় আছড়ে পড়ে
সে ডাল বৃষ্টিতে ভেজে
সে ডালের কোষ মরে মরে
পচনও ধরতে পারে...


আজীবন,
প্রাকৃতিক যাতনা সহ্য করা কি সহজ ?
এমনও কি হতে পারে, ময়না –


তাই বলি আগলে রাখ
বলি সহিষ্ণু হ’
দেখবি একদিন ঠিক ঝড়ঝাপটা থেমে যাবে
নতুন সূর্য ঝলমল করবেই ।


© কমল নুহিয়াল ২৬/০৭/২০১৪