চিমটি কেটে কেউ বলেনি কখনও
                  তুমি বেঁচে আছ ।
তবু, ঢিমেতালে বয়ে যাওয়া নদী আর
ঝর্ণাধারার মিলন
সারারাত শুষে শুষে জ্যোৎস্নায়
কুঁড়ি থেকে ফুলের উত্তরণ
                  সবই জীয়ন্ত ।


বর্ধিত আলোর ক্ষীণ হয়ে আসা
সীমানা থেকে সীমান্তে ছুটে যান্ত্রিক
বাইরে বৃষ্টির অবিরাম শোরগোল
ক্ষুদ্র কীট পাখিদের প্রেম ফিস্‌ফাস
হতাশ, রাতভোর চেয়ে থাকা তারা
আর সাগরের তীব্র আকাশ শাসানো গর্জনে
                   নিস্তব্ধ মৃত্যু কোথায় ?  


প্রকৃতিও চিমটি কেটে বলেনি
                   তুমি বেঁচে আছ ।


______________________________________________________
কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি