কোনোদিন কোনো প্রমদার বুকে
হাওয়া বয়ে যাওয়া দেখি নাই
কোনোদিন বলেনি আমায়
আবেদন গাঢ় হলে
              কতটা আকর্ষী হতো
কতখানি ঘনীভূত হলে মেঘ
                   শ্যামা সঙ্গ পায়
কতটা জোরালো হলে ঘুম
              স্বপ্নেরা নূপুর বাজায়
মোচিত কতটা হলে রেণু
চলে যায় চুম্বন-ভীতি ভ্রমরার
কতখানি লঘু হলে রস
                মাধবীলতারা শরীর জরায়...


কখনো কনকপ্রিয়ার চোখে
                ধারাপাত দেখি নাই
কখনো রাতেরা আমার শিয়রে জাগে নাই।


__________________________________


কাব্যগ্রন্থঃ পাখি নামের মেয়েটি
প্রকাশ ঃ মে, ২০০৪,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি