তোমাকে কখনই বলতে পারবনা , তুমি আমার অতিপ্রিয়
কখনো বলবোনা, কৃতজ্ঞতার যে বোঝা চাপিয়ে দিয়েছ
যে রঙ আমায় অমর করেছে সেসব সরিয়ে নিও
বলবোনা কারণ জানি, এর কোনটাই তোমার বশে নেই,


এখন সাইবার-যুগ, এখন সবকিছুরই দুটো স্বত্তা আছে
দুটো শব্দ খুব বেশী প্রচলিত আজকাল
দূর থেকে যে চাঁদ চোখ মেলে দেখি – সেটা আসল
জোছনার আলোমাখা আহ্লাদ – সেসব এখন ভার্চুয়াল...


যে অর্থবাহী হাসিতে বিভোর তুমি এযাবতকাল
তুমি জানো, কত ব্যথা নিয়ে হেসেছিলাম সেইদিন
আমি নেই, তবে সেই মুহূর্তটুকু তোমার ছোঁয়ায় ভার্চুয়াল
স্বত্তা দুটো কিভাবে যেন মিশেগেল একদিন...


লিও, এখন আমি ক্লান্ত, ব্যথিত অন্তরের সেইক্ষণ থেকে
মুক্ত করো, আমাকে নিয়ে চলো বহুদুরে
ব্যথাহীন বুকের আনন্দ-জলে পা দুটো মেলে দেব
মনের পাখনাগুলো আর পদ্মকুঁড়ি অনন্ত রোদ্দুরে..


© কমল নুহিয়াল ০৫/০৯/২০১৪