ক্রমাগত মনের ভেতরে শীত বাড়ছিল
দীর্ঘদিন ইচ্ছেগুলো হিমঘরে
ফেলে আসা দিন ও সময় বরফ-কঠিন
এভাবেই হয়তো একদিন ভুলে যাব উষ্ণ-সান্নিধ্য...


না চাইলে মানুষ কিছুই ভুলে না।


তোমার কুমারিত্বের শেষদিনটিতে ও
পরিণয়বেলায়, সযত্নে রেখেছিলাম
"স" লেখা আংটি, ফুল ও শুভেচ্ছা...


                  আমার বসন্ত হয়ে ছিল-
অন্তরের আগুন গুটির আকারে ত্বকটাকেও  
পুড়িয়ে দিয়েছিল,  আর সেকারণেই
শুভেচ্ছাবার্তা ফুলের মতই শুকিয়ে গেছে।


দিন, সময় – বছর পেরিয়ে এখন যুগান্তরে
প্রাকৃতিক কারণেই বসন্ত আসে এবং যায়
আবারও এলো ...   রজত-বর্ষ পর
আবারও উত্তাপ টের পাই,
বরফের নিচে ইচ্ছেগুলো নড়ে ওঠে
ফুলের পাপড়িতে তাজা ঘ্রান
সময় যতই দূরে নিয়ে যাক
আমিতো ভুলিনি মর্মাহত হওয়ার সেদিন
                       তোমার সেই শুভদিন!


ভুলতে পারিনি, কারণ আমিও ভুলতে চাইনি...
রজত কেন, আলোকবর্ষ পেরিয়েও যদি
তোমার দেখা পাই
          ভুলতে পারবনা ...   সেই বসন্ত।


      
© কমল নুহিয়াল ০১/০২/২০১৫ সময় দুপুর - ৩:০০