তোমারে ভালবাসিবারে
মন আজি চাহে বারে বারে
মিলন দিন মাঝে
দেখা হয় নাই বহু কাজে
আজিকে শুকতারা
বদলাতে জীবনের ধারা
দিয়েছে শুভক্ষণ
আমার হৃদয়মন
দেখিবে যখন
প্রেমবন্ধন
তোমা সাথে
আমার ওষ্ঠ দুটি
সমস্ত বন্ধন টুটি
আঁকিয়া দিবে হাতে
চুম্বন।
এ ধরা এ গগন
ধরিবে সে শুভক্ষণ।


মমপ্রিয়া ডোনা,
নিষেধ করোনা
আমার ভালবাসা
পর্বত শিখরে বাঁধিয়াছে বাসা
উঠিয়া প্রভাতে
হারায়ে নিজেরে তোমাতে
মম প্রাণ মম চিত্ত
খুঁজিয়া ফিরিছে নিত্য
সেই শুভক্ষণ পাইব যখন
ফিরাবেনা রিক্ত হাতে
চক্ষু হবেনা সিক্ত অশ্রুপাতে
জীবন রথের সময়
হউক মৃত্যুঞ্জয়।


মহুয়া, পবিত্র শুভ্র ধুঁয়া
মাতাল তোমার সুগন্ধে
আমার রোমে রন্ধ্রে রন্ধ্রে
মনোমোহিনী,
জীবন সঙ্গিনী
আজিকের নবসাজে
শঙ্কিত হবেনা লাজে
ওগো নির্ঝরিণী
তোমার শীতল মন জলে
উঠুক রব কল কলে
গাহিবে মম প্রাণ
তোমা প্রেম জয়গান
হৃদয়ের রক্তবিন্দুতে
আঁকিব অঙ্কিতা
রচিব কবিতা
ভালবাসার তরী ভালবাসা ভরি
ভাসাইব সিন্ধুতে।


ডুবিয়াছে হৃদয় তবুও অক্ষয়
মিলনের সময়
যদি ডুবে যায়
ডুবে যাক তরী
মহাসিন্ধুর ঘোরনাদে
উল্লসিত প্রেমোন্মাদে
সমস্বরে তারি
কহিব চিৎকারি
প্রিয়তম, ভালবাসা মম
তোমারে প্রেম করি।


*** আমার প্রেমিকাকে (বর্তমানে স্ত্রী) লেখা প্রথম প্রেমের কবিতা। প্রেমপত্র থেকে হুবহু - । রচনাকাল – ০৭/০৮/১৯৯১ ।