কখনো কখনো ভাবি, যদি কমলাকান্ত হতে পারতাম
যদি আমারও আপিসের খাতায় লিখে রাখতে পারতাম
অলেখা কবিতাগুলি...


এক এক সময়
মনের বন্ধ-কুঠুরিগুলি ভীষণ জ্বালায়
আমার অনেক দায়
স্তুপাকার ফাইলের পেছন থেকে
ভেসে ওঠা মুখগুলি
আবিরাম ডাকতে থাকে ইশারায়...


আমি লিখিনা,
আমি লিখতে পারিনা
মনেরও তো দোষ নেই
এখনো আমার সময় হয়নি লেখার
সাদা সাদা কাগজগুলি তাকিয়ে থাকে ফ্যালফ্যাল
এখনো অনেক কিছুই বাকি রয়েছে দেখার
এখনো গুনে উঠতে পারিনি পড়ন্ত বিকেল
কত রঙ ছড়িয়ে দিয়েছে পাহাড় চূড়ায়
এখনো জানা বাকি রয়ে গেছে বাঁশি-সুর
কেনই বা এতটা মধুর শোনায়...


কমলাকান্ত দায়পরিগ্রহ করেন নাই-
তবে, কিছু কিছু কমলাকান্ত আমিও হই মাঝে মাঝে
দুইটি অন্ন না হলেও স্যাঁকা পাউরুটি দু-পিস
আধ ভরি আফিম এর বদলে
চায়ের কাপেই সারাদিন কাটছে আপিস-
ছেঁড়া কাগজ না পেলেও
কথাগুলি  লিখে রাখি ফেসবুকে
জীবনটা যদি কাটাতে পারতাম
কমলাকান্তের মতন পরমসুখে...
© কমল নুহিয়াল  , ০৫/০৫/২০১৪


*** অনুপ্রেরণা ঃ “কমলাকান্তের দপ্তর” ।