জীবনের এক তৃতীয়াংশ খরচ করেও
জানা হলনা , ইতিহাসের কোন কোন পাতায়
তুমি ছিলে,
জানতে পারিনি আমাদের আলাপ ও ভাষা
সাংকেতিক নাকি মৌখিক
         আমাদের রসায়ন কি ছিল?


আমার অঙ্ক মেলেনা,
জীবনের প্রতি অ-পদার্থতায়  
         হিসেব মেলানো অতিশয় কঠিন হয়ে যায়
আমিও তাই, সমস্ত আইন উলঙ্ঘন করে
সমাজ , রাষ্ট্র ও ভৌগলিকের সীমারেখায়
                                            আবদ্ধ করিনি,
আমার দর্শন-বোধ আমার মনস্তত্ব
তোমার কাছেই জানতে চেয়েছে-


“তুমি কি আমার প্রেয়সী হবে ?”


“Will You Be My ...?”


এসো, আমরা বাগান সাজাই
গোলাপগন্ধে বাতাস
চাঁদনিরাতের তিস্তাপাড়ে
যে নৌকো কাঠের-গুড়ি
ছেড়ে এসেছি হাজার বছর
চলো , আরেকবার ভেসে যাই
                         আলিঙ্গনে...


© কমল নুহিয়াল ১৪/০২/২০১৫


** এই কবিতার বিশেষত্ব ঃ আমাদের পাঠ্য বিষয়গুলি ( ইতিহাস, ভাষা, রসায়ন, অঙ্ক, জীবন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, হিসাব শাস্ত্র, আইনশাস্ত্র, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শনশাস্ত্র, মনস্তত্ব ) ব্যবহার করেছি। কিন্তু, ভালবাসা এগুলোর থেকে আলাদা। অন্য জগত।