কি চেয়েছি তোমার কাছে –
কিছুই তো নয়, তবু ভয়
ভয় হয় যন্ত্রণাকাতর হয়ে বেঁচে থাকার
ভীত হই,
     একটা বিদগ্ধ যৌবন আছে
আগুনের ঘ্রাণ
     প্রাণ ও প্রাণের স্পন্দনে
আমাকে নিষ্পেষিত ও নিঃশেষিত
                   করে দিতে পারে...


বরফের তলায় জমে থাকা জ্বালামুখী
শীতল করে দিতে পারে –
তবু যাব,
      আমি তোমার কাছেই যাব
উৎসর্গীকৃত দেহ-মন
        আমি নিয়ে যাব একমুঠ ভালবাসা।


তোমার নরম গাল, বিস্তৃত কপাল ছুঁয়ে
আবীর মাখবো বুকে   একমুঠ-
ভালবাসার রঙ গাঢ় থেকে গাঢ়তর হবে
          রোমকূপ ও গ্রন্থিগুলো ভেদ করে
মনের গভীরে
ওই আবীরে অথবা গোলাপগন্ধে
আমার সিঞ্চন –
           ...অথবা তোমার রোমন্থন ।


© কমল নুহিয়াল, ১৬/০৩/২০১৪