প্রথম আলিঙ্গনেই তীব্র এক প্রবাহ
বয়ে গিয়েছিল শাখা-প্রশাখায়
মাধবীলতা, তোমার অকুণ্ঠ পরশে
জন্ম-কাঙ্গাল বৃক্ষটি প্রাণ পায়।


ধিরে ধিরে বিজড়িত বৃক্ষ বাহুময়
নির্ভেজাল ভালবাসা পাতায় পাতায়
মাধবীলতা, সেই ঘোর এখনও মনে ঘোরে
পাখিরা এখনও কুহু-প্রেম গান করে।


চৈত্রের দাবদাহে তুমি শুকনো কাঠ
জীর্ণতায় পাতা সব, কোনও রস নেই তাতে
মাধবীলতা , শুধু জেনে রাখো – আমি
জনম কাঙ্গাল, জন্মেছিলাম কোনও মাধবী-রাতে।


© কমল নুহিয়াল, ১৯/০৬/২০০৮