সুখনিদ্রায় তোমার চোখদুটো
            যেন ছড়িয়ে রেখেছে কৈরবী
মনের ভেতরে অনায়াস
চলে যেতে ইচ্ছে হয় ওই পথ ধরে
ওখানে নিশ্চয়ই ফুটে রয়েছে ফুল
ওখানে নিশ্চয়ই পাপড়ি খোলা কৌমুদ
ওখানে নিশ্চয়ই স্নিগ্ধ শীতল জল
            ওখানে যৌবন জবাকুসুম।


বীতনিদ্রায় তোমার চোখদুটো
            যেন ঘুমন্ত এক আগ্নেয়গিরি
সমস্ত পথ লাভাময়
ওখানে আগুন জ্বলে যায় অবিরত
ওখানে স্তব্ধতা মৃত্যু-ছায়ার
ওখানে ভস্মের তলায় শ্বাস ...


ইচ্ছে করে , ওখানে মেঘ ছুঁড়ে মারি জলেভরা।


© কমল নুহিয়াল, ২৬/০৪/২০০৮