একটু একটু করে হাতের বেষ্টনী
শিথিল হয়ে আসছিল প্রতিনিয়ত।
প্রতিদিন একটু একটু করে বাড়ছিল মধ্যকার দৈর্ঘ্য
আমি নদীর এইপাড়ে
দুই বাহু মেলে মাপার চেষ্টা করি
     জড় করি বালুকণা
                  উন্মাদী নদী জলে...


এলোচুলে,
       যে সুগন্ধি ছড়িয়ে রেখেছ আজীবন
আমি তারই মূর্ছনায়
             আছড়ে আছড়ে পড়ি নাভিমূলে ।


© কমল নুহিয়াল, ২৫/০৪/২০০৮