আজকাল মাঝেমাঝেই বুকের ভেতরে বাতাস আটকে যায়
মাথা ঝিমঝিম ও কান বন্ধ হয়ে আসে
বিকট যান্ত্রিক – অযান্ত্রিক শব্দগুলো
স্নায়ুতন্ত্র বেয়ে মস্তিস্কে পৌঁছতে পারে না,
তোমার কি একবারও মনে হয়না – আমার মন ভাল নেই !


সময়ের সাথেই সম্পর্ক গভীর হয়-
চেনা ও অচেনার নির্ভেজাল মিশ্রণে , আপনজন
আমাদের আড়াই-দশক, মজবুত ভিত
ঝড়ো-হাওয়ার দাপটে দোদুল্যমান
তুমি কি হারিয়ে ফেলতে বসেছ – পরিচিতি !


যে নদীটি বয়ে যেত দাপটে-
সীমাহীন উচ্ছ্বাস , অদম্য জল-তোড়
আকাশ কাঁপানো গর্জন , বাতাস শাসিত স্নেহের উত্তাপে
সেখানেও পলি পড়ে –
পরতে-পরতে মাটি জমে জমে গতিরোধ করে,
নদীটি হোঁচট খায়, হারিয়ে যায়
একদিন , কচুরিপানার জলাভূমি ছাড়া কিছুই থাকেনা।


আমার বুকের বাতাস আটকে যায়, শব্দ শুনতে পাইনা
অবিশ্বাসের পলিতে ভালোবাসার গতিরোধ
তুমি কি একবারও টের পাওনি ?


আমি যতই বাধক সরাই , তুমি আবারও খুঁড়তে থাকো শব্দকবর ।


@ কমল নুহিয়াল , ২২/০৬/২০১৫  সময় ঃ ৩:০০ (দুপুর)