একে একে চলে যাচ্ছে আমাদের দিনগুলি
পৃথিবীর ঘূর্ণাবর্তে সময়ের সরলরেখা গমন
মনের ভেতরে যত বাঁকা নদী
সময় সমুদ্রের সরলতায় , বয়সও বাড়ে ...


ফেলে আসা কলেজের মাঠ, তোমার শরীরী গন্ধমাখা গুল্মঘাস
এখন মহীরুহ –
তোমারও ঝুরি হয়েছে,
আমি মাঠের পাশ দিয়ে হেঁটে গেলেই
একটা চেনা গন্ধ আমাকে জড়িয়ে ধরে
তিন দশকে      সেই আঁচলের সুগন্ধিও
ব্যাপ্ত হয়েছে আকাশে...


তুমি বুঝতে পারনা । তোমারও বয়স বেড়ে গেছে।


আমিও বড় হয়েছি , বয়স বেড়েছে সরলরেখায়
মনের বয়সে আমার অক্লান্ত গতিরোধে
টুকরো টুকরো ,
            গন্ধ খুঁজি আঁচলে আঁচলে...


কমল নুহিয়াল ঃ ২৮/০৮/২০১৫ দুপুর ৩:৩০