সকাল থেকেই মনটা
          আনচান    আনচান করছিল,
করবে নাই-বা কেন ?
রোদ নেই একপক্ষকাল,
        যেন হাজার বছরের জমে থাকা মেঘ
গুড়ি গুড়ি , অণুতে-অণুতে বর্ষিত হয়েই চলেছে...


এ এক নিদারুণ অভিমান
মোচড় খাওয়া আত্মসম্মানের নির্যাস
           বর্ষিত হচ্ছে,       হয়েই চলেছে...


গুড়ি গুড়ি জলকণা , বিরামহীন
             সজোরে আঘাত করে বুকে ।
  
      তবে, ঢের ভাল মুসলাধার -  আঘাত দুর্নিবার
ত্বকের ওপরে আছড়ে পরলেই টের পাই
বৃষ্টি,
   তোমার ভেতরে গুমরে থাকা আগুন
ও তোমার জ্বালা...
আমার ভাল লাগে – এ খেলা
তোমাকে আ-শরীর মাখবো হঠাৎ’  
আচমকাই ভিজিয়ে দিয়ে যাবে
                         আনন্দধারায় -
হোকণা যতই  শিলাময়   থাকুক যতই ঝাপটা প্রবল
      তবুও সুখী হব ।


© কমল নুহিয়াল  , ০৪/০৯/২০১৫