জীবনের অনেকগুলি দিন, ঋতু এবং
একাধিক যুগ কেটে গেছে
                      অপেক্ষায়,
তোমার পরিপাটি সাজ,
স্নিগ্ধ গাছের ছায়া, কলেজের ক্যান্টিন
আমার প্রেমের শেষ ঠিকানা...


এখন, তুমি আলপনা আঁক
ঠাকুরঘরটাকেও সুন্দর সাজিয়ে রাখ
অনেকদিন বাদে যখন আবার দেখলাম
তোমার চওড়া কপালে সিঁদুরের টিপ-
কাঁধের উচ্চতা ছাড়িয়েছে
                  তোমার শিশুটিও।


তুমি এখনও পরিপাটি সাজে
তোমার লজ্জালাল চোখ
              ঠোঁটের বাঁকা হাসি...


আমি ঠিক বুঝতে পারি –
অনেক কিছুই বদলে গেছে
তোমার শরীর, ছায়াতরু, ক্যান্টিন –
তোমাকে দেখেও দেখতে চাইনা
        তোমাকে পেয়েও আর পেতে চাইনা...


এই চলমান পৃথিবীতে
     আমার প্রেম একান্তই স্থিতিশীল  
     আপন নেই , কোনও সমাপন নেই  
     সেখানেই রয়েছি  
     যেখানে ছেড়ে গিয়েছে সময়...
    


© কমল নুহিয়াল ২২/১০/২০১৫   সময় ঃ দুপুর ৩:০০