চাওয়া ও পাওয়ার মাঝখান দিয়ে
বয়ে গেছে এক বিশাল নদী
আমি সাঁতার জানিনা,
কোনক্রমে হাবুডুবু খেয়ে   প্রাপ্তিও হয়েছে
লাল নীল সবুজ
রঙ-বেরঙের পাওয়া...


একদিন উষ্ণ গোলাপি   গায়ে মেখে
অহংকারীও হয়েছিলাম    খুব
আমার দিন আমার রাত
সকাল-সন্ধ্যা   দুপুর
    ফেলে আসা নদী  মানস-ভেলায়...
চাওয়া ও পাওয়ার দূরত্ব প্রসারিত হয়।


লাল নীল সবুজ ও গোলাপির ওপর
শ্যাওলা জমেছে ততদিন
ধূসর থেকে কালো
        এখন রঙ নেই,
নদীর দুই-পাড়   অনন্ত জল
চাওয়ার পুরু-পাঁকে  পা জড়িয়ে
অস্তিত্ব অর্থহীন ।    
              

© কমল নুহিয়াল ২২/০১/২০১৯  সময়ঃ ১৭:৪৫