সকালের ঝলমলে রোদ বিদায় নিয়েছে     কিছুক্ষণ
ব্যস্ত দুপুর কোলাহল      ঢেকে যাচ্ছে ধূসর মেঘে
দু’চার ফোঁটা  রোদ ধরে রাখে  
                              নিমফল    জল  
যদিও তেঁতো স্বাদগ্রন্থিগুলো   এখন মৃত কোষের সমাবেশ
যদিও কিছু আধপোড়া স্বপ্ন    মেলে দিচ্ছি জানালায়


তোমার সময় হলে আমাকেও ডেকে নিও     বৃষ্টি
আমি তোমার ভেতরেই ঢেলে দেব
    মেঘমেদুর কাব্যমালা    
    সাঁঝের আগেই আমার রাত ক্রমশ জোড়ালো হচ্ছে...