কিছু কিছু স্বপ্ন আমি না চাইলেও
নিজে থেকেই জন্ম নেয়
    কিছু কিছু অন্ধকারের বাইরেও জন্মায়,


মায়াজালে জড়িয়ে জড়িয়ে মৃত্যুও হয়…

আকাশকুসুম কল্পনায়    যারা জন্মেছিল মগজে
অজান্তেই ক্রমেক্রমে  বেড়ে উঠেছিল বুকে
আমি মরে যাওয়া দেখি-


মৃতকের মিছিলে       মায়ার অট্টহাসি
     আমার স্বপ্নেরা কঙ্কাল রেখে যাচ্ছে কাগজে


আমার মগজ ও কাগজ
ভাসমান মৃত কবিতার পাণ্ডুলিপি
      আমাদের টুকরো টুকরো স্বপ্নের প্রতিলিপি ।