তোমাকে অনেক কিছু বলা হয় নাই সেদিনের সাক্ষাতে
আমি এখনো জোনাকির আলো খুঁজি নিগূঢ় অমারাতে      


যেদিন ছিটিয়ে দিয়েছি মনখারাপের ঘন রং ক্যানভাসে
তোমার ছবিটাই কেন ফুটে উঠেছিল অঘ্রাণী কল্পাকাশে    


আমি যে আঁকতে চেয়েছি শুধু এক সাধারণ ঘরনারী
তুমি মোনালিসা, কালো রঙে কি করে তা ঢাকতে পারি  


অজান্তেই ছায়া-ঢাকা তোমার নাকের নিচে ছোট তিল
এখনও রহস্য জড়ানো তোমার হৈমন্তী হাসি অনাবিল


ফেলে আসা দিনগুলোর শত-স্মৃতি চেতনায় ভিড় করে
তুমি দক্ষিণ দিশায় আছো আমি মেরুপ্রভা খুঁজি উত্তরে


আবারও দেখা হবে এই ভেবে আমার নিরন্তর বেঁচে থাকা
কখনো ভাবতে পারিনা তুমি শুধু ছবি এক চিত্রপটে আঁকা  


একটা জীবন অপেক্ষার কত বড় হতে পারে  মোনালিসা
তোমাকে ছুয়েঁ আসুক দখিনা বাতাস এ'টুকুই অভিলাষা ।।  


২৪/১০/২০২০  দুপুর ৩ঃ০০ ঘটিকা।