তোরা শুনে যা আমার মধুর স্বপন
শুনে যা আমার আশার কথা
আামার নয়নের জল রয়েছে  নয়নে
প্রাণের তবুও ঘুচেছে ব্যথা।

এই নিবিড় নীরব আঁধার তলে
ভাসিতে ভাসিতে নয়নের জলে
কি জানি কখন কি মোহন বলে
ঘুমায়ে ক্ষণেক পড়িনু তথা।

আমি শুনিনি জাহ্নবী যমুনার তীরে
পুণ্য দেবস্তুতি উঠিতেছে ধীরে
কৃষ্ণা গোদাবরী নর্মদা কাবেরী
পঞ্চনদকুলে একই প্রথা।

আর দেখিনু যতেক ভারত সন্তান
একতায় বলী জ্ঞানে গরীয়ান
আসিছে যেনো গো ত্যাগ মূর্তিমান
অতীত সুদিনে আসিত তথা।

ঘরে ভারত রমণী সাজাইছে ডালি
বীর শিশুকুল দেয় করতালি
মিলি যত বালা গাঁথি জয়মালা
গাহিছে উল্লাসে বিজয় গাথা